ফেনী
সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৯
, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাভার্ডভ্যান জব্দ

ফেনীতে ৮ হাজার পিস ইয়াবাসহ চার ব্যবসায়ী আটক

ফেনীতে ৮ হাজার পিস ইয়াবাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের নিচ থেকে একটি কাভার্ড জব্দ করে। এসময় গাড়ির মিটার বক্সে লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার পিস ইয়াবাসহ শামীম হাওলাদার (২৬), সাব্বির (২১), রবিউল (২৪) ও রাব্বীকে (২২) আটক করে পুলিশ।

ফেনী শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সুদ্বীপ রায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে ফ্লাইওভারের নিচে চেকপোষ্ট বসায় পুলিশ। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান মহিপাল এলাকায় থামাতে সংকেত দিলে তা না থামিয়ে ফেনী শহরের ট্রাংক রোড অভিমুখে চালক গাড়িটি ঘুরিয়ে দেয়। পরে পিছন থেকে পুলিশ ধাওয়া করে কাভার্ডভ্যানটি আটক করে। পুলিশ তল্লাশি করে গাড়ির মিটারবক্সে সুকৌশলে লুকিয়ে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়িতে থাকা শামীম হাওলাদার, সাব্বির, রবিউল ও রাব্বীকে আটক করে পুলিশ।আটককৃতরা বরিশাল জেলার বাসিন্দা।

শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদ্বীপ রায় আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!