শহর প্রতিনিধি: ফেনী সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন বরন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের বিভাগীয় প্রধান মুহাম্মদ মঞ্জুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন অধ্যাপক একে এম আতিকুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সহকারী অধ্যাপক জয়নাল আবদিন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.আবু নছর ভূইয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মিলন প্রমুখ।



