ফেনীতে হঠাৎ করে মঙ্গলবার বিকালে লবণ কেনার হিড়িক পড়েছে। এনিয়ে জেলা প্রশাসনও ত্বরিত ব্যবস্থা নিয়ে জেলাজুড়ে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বিকাল থেকে শহরসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে লবণ কিনতে মানুষের ভিড় লেগে যায়। কেউ দুই কেজি, কেউ পাঁচ কেজি লবণ কিনছিলেন। অন্যদিকে লবণের কৃত্রিম সংকট বাড়াতে বিক্রেতারাও লবণ নেই বলে গুজব রটান। এনিয়ে হইচই পড়ে গেলে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান তাৎক্ষনিক লবণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি না করতে কঠোর হুঁশিয়ারী প্রদান করেন। কিছুক্ষন পরই শহর সহ জেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে বের হয়। শহরের বড় বাজারের ইসলামপুর রোডের হক ট্রেডার্স ও মোল্লা এন্ড সন্সে লবণ মজুদ রেখে বিক্রি না করায় ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সোনাগাজীর বখতারমুন্সী বাজারে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করায় নিতাই চন্দ্র সেন নামে এক বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।