ছাগলনাইয়া পৌর শহরে নিত্যপন্যের মূল্য তালিকা না রাখায় ৯ ব্যবাসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।শনিবার ছাগলনাইয়া বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
সূত্র জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।এসময় মূল্য তালিকা না থাকা, ক্রয়মূল্যের ভাউচার প্রদর্শন করতে না পারা ও অধিক মুনাফায় পণ্য বিক্রয় করার অপরাধে ৯ জন মুদি দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। বেশ কয়েকটি দোকানীকে সতর্ক করা হয়।এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে পণ্য কেনার জন্য জনসাধারণকে সচেতন করা হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, জনস্বার্থে পুরো রমজান মাসব্যপী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।