ফেনীর দাগনভূঞায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দরবেশের হাট ও কোরাইশমুন্সি বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
অভিযানে কোরাইশমুন্সি বাজারে রকমারি স্টোর থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে দোকান মালিক মোতাহের হোসেন মাসুদকে ৫ হাজার টাকা ও মৎস্য খাদ্য বিক্রয়ের লাইসেন্স নবায়ন না করায় ডিএইচ পোল্ট্রি এন্ড ফিশ ফিড এর গিয়াস উদ্দিন শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক চৈতি সর্ববিদ্যা। এছাড়া দরবেশের হাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মক্কা হোটেলের সত্ত্বাধিকারী জসিম উদ্দিনকে ৫ হাজার ও চা দোকানদার সাহাব উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা ও ক্ষেত্র সহকারী রিয়াজুর রহমান উপস্থিত ছিলেন।