শহর প্রতিনিধিঃ দৈনিক নয়াপয়গামের ২০১৯ ইং সালের ডেস্ক ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন করা হয়েছে।রবিবার বিকালে শহরের ট্রাংক রোডস্থ পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
নয়াপয়গামের সম্পাদক মোঃ এনামুল হক পাটোয়ারীর সভাপত্বিতে ও সাপ্তাহিক নির্ভিক সম্পাদক জাফর সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী কার্ডিয়াক সেন্টারের ভাইস চেয়ারম্যান ডাঃ মুসা হাসনাত,দাগনভুঞা পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মনির উজ্জমান সবুজ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী,বায়েরা লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঞা পয়েল।
এসময় দাগনভুঞা উপজেলা মহিলা জাতীয় পাটির সভাপতি ফারহানা আইরিন,আরবান ইয়ুথ সৌসাইটির চেয়ারম্যান লেয়াকত আলী আরমান, এসময় দৈনিক নয়াপয়গামের প্রকাশক মাঈন উদ্দীন খান,বার্তা সম্পাদক এবিএম নিজাম উদ্দীন,সহ-সম্পাদক মোঃ শাহীন মুন্সি,ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন গনী,পরশুরাম প্রতিনিধি সবির আহম্মদ ফোরকান,ছাগল নাইয়া প্রতিনিধি কাজী নুরুল আলম নিলু,মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী,শহর প্রতিনিধি,এ.জেড কামরুল হক,সোনাগাজী প্রতিনিধি আলমগীর হোসেন রিপন,দাগনভুঞা প্রতিনিধি তাহেরুল ইসলাম,সার্কুলেশন ম্যানেজার মোঃ জিয়া উদ্দীন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।