শহর প্রতিনিধি: ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, সাংবাদিকরা আমার কাছ থেকে কখনো অবমূল্যায়িত হয়নি, হবেও না। সাংবাদিকদের যার যার রাজনৈতিক দলের সমর্থন থাকতে পারে এবং একাধিক সংগঠনে বিভক্ত থাকতে পারেন, কিন্তুু আমার কাছে সবার অবস্থান থাকবে এক। তিনি শনিবার বিকালে ডক্টরর্স রিক্রিয়েশন হলে নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের ৩য় বর্ষ পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি নিউজ টুয়েন্টিফোর এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রবীন সাংবাদিক নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান। নিউজ টুয়েন্টিফোর এর ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রির্পোটার আবু তাহের, সময় টিভির বুর্যো প্রধান বকতিয়ার মুন্না, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঞা, চ্যালেন আই প্রতিনিধি রবিউল হক রবি, মাছরাঙ্গা প্রতিনিধি জমির উদ্দিন বেগ, চ্যানেল নাইন প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঞা, শহর ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক পারভেজ হাজারী, ফেনী জেলা ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি ইমন উল হক, জেলা মুদ্রন শিল্প সমিতির সাধারন সম্পাদক আরিফুল আমিন রিজভি।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেক কেটে চ্যানেলটির ৩য় বর্ষে পদার্পন উদ্যাপন করেন অতিথিবৃন্দ।