ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে ইয়াবাসহ জাহেদ হোসেন বাচ্চু ও মোহাম্মদ ইউসুফ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজাদ প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাতে ইউনিয়নের ভোর বাজার তাকিয়া রোড় সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন ও মাদকদ্রব্য অধিদপ্তেরর সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের মাদক বিরোধী টাস্কফোর্স টিম।
এ সময় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহেদ হোসেন বাচ্চু ও শ্রমিক লীগের সভাপতি মো: ইউসুফকে গ্রেফতার করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ বাচ্চুকে ৪ মাস ও ইউসুফকে ৩মাস কারাদন্ড প্রদান করেন।অভিযানে মাদক বিরোধী টিমের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।