ফেনীতে ইত্তেফাক’র ৬৭তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ইত্তেফাক পাঠক ফোরাম সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইত্তেফাক ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খান, এডভোকেট এম. শাহজাহান সাজু, ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক যতন মজুমদার, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনএন জীবন প্রমুখ।এসময় দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক ও বার্তা সম্পাদক এম.এ জাফর, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক স্টার লাইন বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার,দৈনিক সময়ের আলো প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী,বাংলানিউজ প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম,দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক আমার কাগজ প্রতিনিধি আলাউদ্দিন, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, শেয়ার বীজ প্রতিনিধি শাহাদাত হোসেন তৌহিদ, দাগনভূঞা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাজী ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন ।