প্রেস বিজ্ঞপ্তি: ফেনীতে বেসরকারি টেলিভিশন এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চোধুরী।
এনটিভির ফেনী প্রতিনিধি ও ফেনী রির্পোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টারস ইউনিটির সাবেক সভাপতি শাহজালাল রতন, মোহাম্মদ শাহাদাত হোসেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফেনী জেলা আহবায়ক শুকদেব নাথ তপন, আয়কর আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী, ফেনী রির্পোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, যুগ্ন সম্পাদক মাইন উদ্দিন,সদস্য এম এ জাফর,ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।
এসময় ফেনী প্রেস ক্লাব একাংশের সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন, ফেনী রির্পোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, বর্তমান কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক দিদারুল আলম, কোষাধ্যক্ষ আলী হায়দার মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী, সদস্য আরিফুল আমিন রিজভী, দৈনিক স্টার লাইন সম্পাদক জামাল উদ্দিন , স্বদেশপত্র সম্পাদক এন.এন জীবন, দৈনিক ইনকিলাব ফেনী প্রতিনিধি ওমর ফারুক,দিনকাল প্রতিনিধি মফিজুর রহমানসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনটিভি ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালকে অনলাইন সংবাদপত্র ফেনীর কথা ডটকমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।