ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৩১
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার প্রদান

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ফেনী জেলা পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সেরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সেরা শিক্ষক, সেরা শিক্ষার্থী, বিভিন্ন বিভাগে সেরা সংগীত ও নৃত্যশিল্পী, আবৃত্তিসহ এমন ৮০টি সেরা পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার ব্কিালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান বিজয়ী ব্যক্তিদের হাতে সনদ ও টাকা তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উন নেছা শিউলী, জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ জানান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সাউথ ইস্ট ডিগ্রি কলেজ, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছাগলনাইয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও জি এ একাডেমীর প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শ্রেষ্ঠ স্কাউটস, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ গার্লস গাইডে ১২ জন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ গ্রুপে ৫৬ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া সৃজনশীল মেধা অন্বেষনে ৩ গ্রুপে ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!