ফেনীতে ডজন মামলার আসামি ডাকাত দলের সদস্য মহিউদ্দিন প্রঃ মহিন @ মোহন প্রঃ আওরংগজেব কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকালে শহরের রেল স্টেশন এলাকা হতে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।পরে তাকে আদালতে প্রেরণ করে মডেল থানা পুলিশ।
সে সদর উপজেলার মধ্যম মাথিয়ারা গ্রামের হারিছ সওদাগরে বাড়ীর মৃত শফিকুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিং ত্রিপুরা জানান, গ্রেফতারকৃত মোহনের বিরুদ্ধে ফেনী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি ও সরকারী কর্মচারীকে কর্তব্য কাজে বাঁধা দান ও আঘাত দানসহ ১২ টি মামলা রয়েছে।