ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে দৈনিক সময়ের আলো’র বর্ষপূর্তি উদযাপন

ফেনীতে নানা আয়োজনে দৈনিক সময়ের আলো’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: গোলাম জাকারিয়া।

 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদারের সভাপতিত্বে ও দৈনিক সময়ের আলো’র ফেনী জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আবদুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আতোয়ার রহমান, ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি ও ফেনী পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জিবন, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মো: মাঈন উদ্দিন, দৈনিক সমকাল ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক মানবজমিন পরশুরাম প্রতিনিধি এম এ হাসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম ফেনী ডটকমের সম্পাদক এমাম হোসেন, ডেইলি ট্রাইব্যুনাল ফেনী প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন।

এ সময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভি-যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী প্রেসক্লাব কোষাধক্ষ ও দৈনিক দিনকাল ফেনী প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক বণিক বার্তা ফেনী প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, সাপ্তাহিক ফেনীর তালাশের নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, দৈনিক ফেনীর সময় বার্তা সম্পাদক এমএ জাফর, দৈনিক অধিকারের ফেনী প্রতিনিধি এসএম ইউসুফ আলী, দৈনিক সমকাল দাগনভূঞা প্রতিনিধি ইমাম হাসান কচি, দৈনিক ফেনীর সময়ের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, ইলিয়াস সুমন,দৈনিক আমাদের সময়ের ফুলগাজী প্রতিনিধি  কবির আহম্মদ নাসির,দৈনিক নয়াপয়গাম ফুলগাজী প্রতিনিধি  সাইফুল ইসলাম মজুমদা, সমসাময়িক প্রতিদিনের নির্বাহী সম্পাদক এম শরীফ ভূঞা, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফারহানা আইরিন,

সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, দৈনিক আমাদের সময়ের পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, ছাগলনাইয়া প্রতিনিধি শাহ আলম, দৈনিক ফেনীর সময় ফুলগাজী প্রতিনিধি সাহেদ হোসেন, পূর্বপশ্চিম দাগনভূঞা প্রতিনিধি কাজি ইফতেখার, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহাম্মদ, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি কাজী হাবিবুল্লাহ সুমন, কবি উত্তম দেবনাথ, দৈনিক অজেয় বাংলা ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক খবর পত্রের ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, আমার কাগজ ফেনী প্রতিনিধি আলাউদ্দিন, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ রিয়েল, ৭১ টেলিভিশনের ক্যামরা পার্সন এস.বি. সাজু, বাংলা ভিশনের ক্যামরা পার্সন মামুন মিরাজুল, আমার সংবাদের ফেনী প্রতিনিধি মিজানুর রহমান, আজকের মেইল সম্পাদক হাবিব মিয়াজী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য নাজিম চৌধুরী, প্রথম আলো বন্ধু সভার সাংগঠনিক সম্পাদক নুর হোসেন নসিবসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পত্রিকাটির ভূয়ূসী প্রশংসা করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এক বছরের ব্যবধানে দৈনিক সময়ের আলো শীর্ষস্থানে অবস্থান করেছে। মফস্বলের সংবাদ প্রকাশকে আরও অগ্রাধিকার দিয়ে সমাজের দর্পন হয়ে পত্রিকাটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তারা। এ সময় পত্রিকাটির উত্তোরত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!