ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে চিশতীয়া মা ও শিশু হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান অভিযান পরিচালনা করে এ জরিমানা ও সিলগালা করেন।
এর আগে শনিবার রাতে ফারহানা আক্তার নামে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাক্তারের অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় তিনজনের নামে মামলা দায়ের করা হয়।