ফেনীতে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় দূর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানিয়েছেন, ঘূর্ণিঝড় উপলক্ষে জেলায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উপকুলীয় উপজেলা সোনাগাজীসহ ফেনীতে ৭৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ২৪টি মেডিকেল টিম গঠন করাসহ জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেছেন, উপকুলীয় এলাকায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে কমিটি করা হয়েছে। মহাপিবদ সংকেত শুরু হলে উপকুলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে। আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার জন্য মসজিদের মাইকে প্রচার, প্রয়োজনীয় শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ইতোমধ্যে দূর্যোগ মোকাবেলায় ৫ লাখ নগদ টাকা, ২০ মেট্রিক টন চাল, ২ হাজার শুনকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে। গবাদি পশুর জীবন রক্ষায় আক্রান্ত এলাকার মানুষদের সাইক্লোন শেল্টারে পূর্বে নিয়ে আসতে হয়েছে।