স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার ফেনী জেলার বাচাই প্রতিযোগিতা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ফেনী মডেল হাই স্কুলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। সংগঠনের সহ-সভাপতি দিলু সরকারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক ওমর ফিরোজ মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ও জেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি রাসেল চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ফেনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজি উল্লাহ, এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু প্রমূখ।
বিকালে প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন। সংগঠনের সভাপতি শিপন চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিক মিয়া প্রমূখ।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৪ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।



