ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে স্যাটলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভীর সভাপতিত্বে ও এনটিভি ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম,ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন,ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক এনএন জীবন,সাবেক সভাপতি আবু তাহের ভুঁইয়া,ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এনামুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।


এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজালাল রতন,জহিরুল হক মিলু, ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন,মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন,ফেনী সমাচার সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ,আমাদের নতুন সময়ের প্রতিনিধি এমরান পাটোয়ারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম,কোষাধ্যক্ষ ওমর ফারুক,দপ্তর সম্পাদক মাঈণ উদ্দিন পাটোয়ারী,প্রচার সম্পাদক নুর উল্লাহ কায়সার,সদস্য এমএ জাফর ও গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে আগত অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।সভায় বক্তারা আগামীর পথচলায় এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!