ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে ‘বাংলানিউজ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহর প্রতিনিধি: ফেনীতে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে রবিবার সকাল ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার। বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট(ফেনী)সোলায়মান হাজারী ডালিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞাঁ, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জান্নাত আরা যুথি। এছাড়া বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি আবু তাহের ভূঁঞা, কালের কন্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, নিউজটোয়েন্টিফোর টিভির ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতন, চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ইমন-উল-হক, ক্রীড়া প্রশিক্ষক রবিউল হক রবিন।

এসময় অনুষ্ঠানে ফেনী রিপোর্টার্স ইউনিটিরি সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, ফেনী জেলা মুদ্রণ শিল্প মালকি সমিতির সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক ফেনীর সময় সহ-সম্পাদক আলী হায়দার মানিক, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল,বনিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার,যমুনা টিভির ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, এসএ টিভির ফেনী প্রতিনিধি মাইনুল ইসলাম রাসেল, মোহনা টিভির ফেনী প্রতিনিধি দিদারুল ইসলাম, ডেইলী সানের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, সাপ্তাহিক ফেনী বার্তার ব্যবস্থাপনা সম্পাদক এমরান পাটোয়ারী, চ্যানেল আই ও ডিবিসির ভিডিও সাংবাদিক দুলাল তালুকদার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় স্টাফ রিপোর্টার শেখ কামাল, দৈনিক স্টার লাইনের ফুলগাজী প্রতিনিধি কবির আহম্মদ নাসির, সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!