ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০১
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে বাল্যবিয়ের দায়ে কনের বাবার জেল-কাজীর জরিমানা

করোনার মধ্যেও ফেনীতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১৫ দিনের জেল ও কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন শহরের রামপুর এলাকার ভাড়াটিয়া জহির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

জানা গেছে, ওই সময় ফেনী শহরের রামপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌসের সাথে ২৫ বছর বয়সী কারখানা শ্রমিক আনোয়ার হোসেনের বিয়ের আয়োজন চলছিলো। তারা উভয়েই নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা। শুক্রবার কাউকে না জানিয়ে কনের পিতা মো: জহির উদ্দিন তার তের বছর বয়সী মেয়েকে আলী আহম্মদের ছেলে মো. আনোয়ারের সাথে বিয়ে দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন কনের বাড়িতে হানা দেয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার দায়ে ফেনীর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের কাজী নিকাহ রেজিষ্টার আবদুল মতিনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। একই সময় মেয়ের পিতা মো. জহির উদ্দিনকে ১৫ দিনের জেল দেন। ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে পাত্র আনোয়ার বাসা ছেড়ে পালিয়ে যায়।
আদালতে পরিচালনাকালে ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান, ১৬ নং ওয়ার্ড বাউন্সিলর আমির হোসেন বাহারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!