ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষায় মানববন্ধন

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি মাটি পরীক্ষার জায়গায় নির্মাণ না করে একটি মহল পরিকল্পিত ভাবে মাঠের মাঝখানে ভবন নির্মাণের জন্য উঠে পড়ে লেগেছে। এতে খেলাধুলার মাঠ দ্বিখন্ডিত ও ছোট হয়ে যাবে এবং পরিবেশ নষ্ট হবে। ফলে স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বিক্ষুদ্ধরা রতনপুরে বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবীতে মঙ্গলবার দুপুরে ফেনী-সোনাইমুড়ী সড়কের বিদ্যালয় সম্মুখস্ত মানববন্ধন করেছে হাজী ছৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী ছৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং শাহজাহান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য সফিকুর রহমান, কামাল মুজমদার, মো. কামাল হোসেন, মনোয়ারা বেগম, মো. আজম পাটোয়ারি ও ইউনিয়ন যুবলীগের সভাপতি নাছির উদ্দিন। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার লোকজন অংশ নেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য কামাল মুজমদার বলেন, রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন মাঠের মাঝখানে নির্মাণের ফলে শিক্ষার্থীদের খেলাধুলার একমাত্র মাঠটি নষ্ট ও সংকুচিত হয়ে যাবে। ভবনটি ফেনী-সোনাইমুড়ী সড়কের পাশে মাটির পরীক্ষার স্থানে নির্মাণ হলে মাঠ ও পরিবেশ রক্ষা হবে।

প্রধান শিক্ষক মোহাং শাহজাহান জানান, নির্ধারিত স্থানে মাটি পরীক্ষা করা হয়েছে মাঠের ওই পাশে ভবন নির্মাণ করা হয় তাহলে মাঠ প্রশস্ত থাকবে। মাঠটি দ্বিখন্ডিত হবে না। ছাত্রছাত্রীরা খেলাধুলার সুযোগ পাবে।

তবে মাঠের মাঝে ভবন নির্মাণ সম্পর্কে রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কোহিনুর আক্তার জানান, ‘জেলা প্রশাসক ও মন্ত্রনালয়ের নির্দেশক্রমেই বিদ্যালয়ের জায়গায় ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুন প্রধানমন্ত্রীর নিকট মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠালে তিনি এসএমএসটি পাওয়ার পর ওই দিন ভোর সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী তাঁর একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আর স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর সাথে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন। এরপর ২০১৮ সালের ৩০ জুন শনিবার বিকালে পাঁচ শ্রেণিকক্ষের একটি ভবনের অনুমোদন দেয়া হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!