প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে ফেনী জেলা কমিটির আয়োজনে রবিবার সকালে শহরের ক্রাউন ওয়েষ্ট রেষ্টুরেন্টে অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ’র উপদেষ্টা এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, মোঃ শাহ অালম ভুঞা,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন,রফিকুল ইসলাম, সাপ্তাহিক নির্ভীক সস্পাদক জাফর সেলিম, এডভোকেট বুলবুল অাহমেদ সোহাগ, এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, কবি ইকবাল চৌধুরি, আওয়ামীলীগ নেতা মনজুর অালম কচি, শ্রমীকনেতা মোঃ আলী, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শওকত ইকরাম বিপ্লব হাজারি, জেলা কমিটির সহ-সভাপতি ও ফুলগাজী সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর,কোষাধ্যক্ষ কাপি দিদার, মাসিক আচল সম্পাদক সাহিদা সাম্য লিনা, দাগনভুঞা আহবায়ক আলমগীর ননি, সদর উপজেলা সহ-সভাপতি কাজী নোমান ,সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, সোনাগাজী সাহিত্য ফোরাম সভাপতি গাজী হানিফ প্রমুখ।পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।