চলমান করোনা ভাইরাসে অন্নহীন অসহায় ছিন্নমূল মানুষের মুখে রাতের আধারে রান্না করা খাবার তুলে দিয়েছেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।বুধবার রাতে শহরের রেলওয়ে স্টেশন,কলেজ রোড ও ট্রাংকরোডসহ বিভিন্নস্থানে এসব খাবার তুলে দেয়া হয়।এসময় ফেনী পৌরসভার সচিব খান মোহাম্মদ ফারাভী,সামাজিক সংগঠন সহায়’র সভাপতি মঞ্জিলা মিমিসহ পৌর পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনায় শহরের সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় ভাসমান, ভবঘুরে পাগল, মানুষ গুলো অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সে সব অসহায় মানুষ গুলো কথা মাথায় রেখে শত ব্যস্ততার মাঝে মানুষগুলোর দুঃখ-দুর্দশা ভাগ করে নিতে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন উদ্যোগ গ্রহন করে তাদের মুখে অন্য তুলে দেয়ার ব্যবস্থা করেছে।এক বেলা পেটভরে খেতে পেরে ছিন্নমূল এসব মানুষ দারুণ উচ্ছ্বসিত।যা পৌরবাসীর মাঝে সাড়া ফেলেছে।ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জানিয়েছেন, মহান আল্লাহ তায়ালা আমার মাধ্যমে করোনা পরিস্থিতে ছিন্নমূলের এসব মানুষকে রান্না করা খাবার গ্রহনের সুযোগ করে দিয়েছে।এ কার্যক্রম শুধু করোনাকালিন সময়ের জন্য নয়,এরপরেও এসব মানুষের পাশে থেকে তাদের মুখে খাবার তুলে দিবেন বলে মেয়র জানান।