স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার ও প্রসারে ফেনীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এর আগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি আবুল কাশেম, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল, বিসিক ও নাসিব প্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান মেলার সার্বিক প্রস্তুতিসহ আয়োজন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন