ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৪
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে দৈনিক ফেনীর সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ফেনীর সময়’র নবম বর্ষপুর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে ফেনী পৌর প্রাঙ্গণ থেকে একটি মাদক বিরোধী র‌্যালী শহরের ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে আলোচনা সভায় মিলিত হয়। দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের আহবায়ক অধ্যাপক উৎপল কান্তি বৈদ্যের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডাক্তার হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। পরে কেক কেটে দশম বর্ষে পদার্পন উদযাপন করে অতিথিরা। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে স্বাগত জানান দৈনিক ফেনীর সময় পরিবারের সদস্যবৃন্দ। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ পত্রিকাটির সাংবাদিক ও কলা কৌশলীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!