প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক ফেনীর সময় এ কয়েকজন সাংবাদিককে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার প্রতিনিধি সভায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন। সভায় সহকারি সম্পাদক আলী হায়দার মানিককে নির্বাহী সম্পাদক, প্রধান প্রতিবেদক এম এ জাফরকে বার্তা সম্পাদক, নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজমকে প্রধান প্রতিবেদক, শহর প্রতিনিধি ইলিয়াছ সুমনকে স্টাফ রিপোর্টার ঘোষনা দেয়া হয়। পত্রিকাটির শুরু থেকে উল্লেখিত ৪ জন বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বর্ষিয়ান শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, বরেণ্য সাহিত্যিক, ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তণ চেয়ারম্যান প্রফেসর রফিক রহমান ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ফেনী সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সভাপতি প্রফেসর উৎপল কান্তি বৈদ্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু।
সভায় প্রফেসর তায়বুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশে অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। আমরা অনেক কিছু অর্জন হয়েছে এবং অনেক কিছু বিসর্জন হয়েছে। বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান একই সংবাদ ভিন্ন ভিন্নভাবে পরিবেশন করেন। এক্ষেত্রে সংগঠিত ঘটনাবলী যে যার মতো করে উপস্থাপন করে। অনেকেই বস্তুনিষ্ঠভাবে করে, আবার অনেকে নিজেদের সুবিধা আদায়ের জন্য অসত্য তথ্য পরিবেশন করে।
তিনি বলেন, সত্য একদিন প্রকাশ হবেই। যারা সত্য প্রকাশ করে তারাই পাঠক কিংবা দর্শকদের কাছে সমাদৃত হয়। বিবেকের কাছে স্বচ্ছ থেকে আপনাদেরকে মহান দায়িত্ব পালন করতে হবে। আপনারা নিষ্ঠার সাথে এগিয়ে যাবেন।
প্রফেসর রফিক রহমান ভূঁইয়া বলেছেন, আমি একসময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। আজকের মত সেসময় এত ভয়াবহ পরিবেশ ছিল না। বিশ্বব্যাপী সাংবাদিকতার মান আগের মতো নেই। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। নিজ ও দেশের জন্য কাজ করুন।
প্রফেসর উৎপল কান্তি বৈদ্য বলেছেন, সংকট মুহুর্তে সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ঝুঁকিপূর্ণ পরিবেশ মোকাবেলা করে সংবাদ পরিবেশন করছে। আপনারা নিরপেক্ষ থেকে লিখবেন। ফেনীর সময় একটি নিরপেক্ষ পত্রিকা। যা পায় তা লিখে। জাতীয় অনেক পত্রিকার সাথে ফেনীর সময় এর মিল রয়েছে।
সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেছেন, স্বার্থের পেছনে নয়, সত্যের সঙ্গে থাকুন। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিবেন না। সাধারণ মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে। বিগত সময়ে আপনাদের কঠোর পরিশ্রম ফেনীর সময় কে পাঠক সমাদৃত করেছে। অর্জিত আস্থা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, স্টাফ রিপোর্টার (ছাগলনাইয়া) মোহাম্মদ শেখ কামাল, স্টাফ রিপোর্টার (দাগনভূঞা) বজলুর রহিম ভূঁইয়া সুমন, ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদ, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ, ফটো সাংবাদিক রমিজ রাজু, সার্কুলেশন ম্যানেজার আবদুর রহিম প্রমুখ। সভায় প্রতিনিধিদের হাতে নতুন পরিচয়পত্র তুলে দেয়া হয়।



