ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘ফেনীর সাংবাদিকদের নামে মামলা দেওয়া ঠিক হয়নি’

সাংবাদিকদের নামে এ ধরনের মামলা দেওয়া বোধহয় ঠিক হয়নি। যারা এ মামলা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছে আমি তাদের ঘৃণা করি। এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিংয়ের সঙ্গে আলোচনা করেছি কীভাবে সুন্দরভাবে এটি শেষ করা যায়।ফেনীতে পেশাদার সাংবাদিকদের নামে মামলার চার্জশিট দেওয়ার ব্যাপারে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান একথা বলেন।রোববার সন্ধ্যায় নিউজটোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।তিনি আরও বলেন, সাংবাদিকদের নিজেদের স্বার্থ রক্ষার জন্যেই এক হতে হবে। সাংবাদিকদের ঐক্য ফেনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফেনী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা বলেন, ফেনীতে সাংবাদিকদের অভ্যন্তরীণ অনৈক্যের কারণে সাংবাদিকদের নামে মামলা দেওয়া হচ্ছে। পেশাদার সাংবাদিকদের ১০টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এটি কিছুতেই কাম্য হতে পারে না। সংশ্লিষ্টরা যেন বিষয়টি বিনয়ের সঙ্গে দেখেন।

অনুষ্ঠানে অন্য বক্তারাও বলেন, সাংবাদিকদের অভ্যন্তরীণ বিবাদের কারণে সুযোগ নিচ্ছে অনেকেই। এছাড়াও তাদের এক পক্ষকে বিবাদে জড়ানোর জন্য ইন্ধন দিচ্ছে সুযোগসন্ধানীরা। নিজেদের স্বার্থেই সাংবাদিকদের ঐক্যে আসা প্রয়োজন।

সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার হয়েছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকার। কিন্তু ফেনী ছেড়ে যাওয়ার সময় তিনি ‘জেদ মিটিয়ে গেছেন’ জেলার সাংবাদিকদের ওপর। তার অধীনস্থ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ডেকে কয়েকজন সাংবাদিককে মামলায় ফাঁসিয়ে দিয়ে গেছেন জাহাঙ্গীর। এমনকী প্রায় মীমাংসার পথে থাকা মামলার চার্জশিটেও সাংবাদিকদের নাম ঢুকিয়ে দিতে বাধ্য করেছেন তিনি। সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, নুসরাত হত্যার রহস্য উদঘাটন ও সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে অবহেলা তুলে ধরতে সক্রিয় ভূমিকার কারণেই এসপি জাহাঙ্গীর অনৈতিকভাবে ‘খেদ মিটিয়েছেন’ পেশাদার সাংবাদিকদের ওপর।

রোববার সন্ধ্যায় শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেলের ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতনের সঞ্চালনায় ও ফেনী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং।
এসময় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, রবিউল হক রবি, মো. আবু তাহের ভূঁইয়া, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেব নাথ, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ইমন উল হক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহজালাল ভূঞাঁ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল রাসেল।পরে অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!