ফেনী জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, জেলা ও দায়রা জজ মো. সাঈদ আহমেদ,জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী,
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন,ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী,সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার,ফেনী প্রেস ক্লাব একাংশের সভাপতি আসাদুজ্জামান দারা, সাধারণ সম্পাদক মাঈনুল রাসেল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে জেলা প্রশাসনের কর্মকর্তারা স্বাগত জানান।