প্রেস বিজ্ঞপ্তি-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে ফেনী রিপোর্টার্স ইউনিটি।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা,দৈনিক স্টার লাইনের সম্পাদক জামাল উদ্দিন,ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির সদস্য শাহজালাল রতন, শুকদেব নাথ তপন,যতন মজুমদার,যুগ্ন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন,সাধারণ সদস্য এনামুল হক,ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিলদার হোসেন স্বপন,শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী,জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,সাংবাদিক ইমাম হাসান কচি,জহিরুল ইসলাম জাহাঙ্গীর,আবু ইউসুফ মিন্টু,সাহাব উদ্দিন,সমির উদ্দিন ভুঁইয়া,কবি ইকবাল চৌধুরী প্রমুখ।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্য জাফর সেলিমের পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে ফেনী প্রেস ক্লাবের সভাপতি আজাদ মালদার,সাবেক সভাপতি রফিকুল ইসলাম,স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,কোষাধ্যক্ষ আলী হায়দার মানিক,ক্রীড়া সম্পাদক নুর উল্লাহ কায়সার,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী,শহর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফ রুবেল,কবি মাহবুব আলতমাস,সাংবাদিক আলমগির ননী,কবির হোসেন ও কবি উত্তম দেবনাথসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।