ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহর প্রতিনিধি: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে।এ উপলক্ষ্যে বুধবার বিকালে ইউনিটি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

সংগঠনটির সাধারন সম্পাদক জহিরুল হক মিলনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জে এস ডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়া খোন্দকার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল ও শাহজালাল রতন, ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সদস্য আরিফুল আমিন রিজভী। এসময় ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, নবীন বাংলা সম্পাদক জাহাঙ্গীর জনস, ইউনিটির কোষাধ্যক্ষ আলী হায়দার মানিক, প্রচার সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী, সদস্য এম এ জাফর ও এনামুল হক পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!