ফেনী পৌরসভার সাবেক কমিশনার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল বারিক প্রকাশ বারিক বন্ধুর দশম মৃত্যুবার্ষিকী আজ মংগলবার। এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জানা যায়, ফেনী শহরের এসএসকে রোডের ইমাম বক্স হাজী বাড়ির বাসিন্দা, ১০নং ওয়ার্ড’র সাবেক কমিশনার, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও মেসার্স টাইম সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল বারিক প্রকাশ বারিক বন্ধু ২০০৯ সালের ১৪ মে সকাল ৬ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খি রেখে গেছেন তিনি। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।