মাঈন উদ্দিন পাটোয়ারী: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ মহাকাশে গিয়েও পৌঁছেছে। এ ছাড়া তিনি জনপ্রিয়তার শীর্ষে। আওয়ামীলীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন জাতীয় ঐক্য হবে না। এটি কেবল বিএনপির জাতীয়তাবাদী ও সাম্প্রদায়িক ঐক্য। মানবতাবিরোধীদের নিয়ে বিএনপি ঐক্য করে ক্ষমতায় আসতে চায়। সাহস থাকলে জাতীয় উদ্যানে জাতীয় ঐক্যের সভা করে ব্যাপক উপস্থিতি দেখাতে পারে। কিন্তু তা পারবে না। শনিবার বিকালে শহরের ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটৌকল অফিসার আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসেনসহ কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, খায়রুল বাশার তপন, ফেনী-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন নাছির, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্লাহ বিকম, পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও জেলা ছাত্র লীগের সভাপতি ছালা উদ্দিন ফিরোজ।