ফেনী
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০১
, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

ফেনীতে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করা যাবেনা

সম্প্রতি ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধ করে দেয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেশব্যাপী অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করে আসছে।ফলে মঙ্গলবার বিকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূল বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিকে.এম.এনামুল করিম।এ সময় তিনি ব্যবসায়ীদেরকে উদ্ভুত পরিস্থিতিতে গোডাউনে পেয়াজ মজুত করে না রেখে পূর্বের দর অনুযায়ী জনসাধারণের মাঝে বিক্রি করার নির্দেশ দেন। অন্যথায় জেলা প্রশাসন বাজার মনিটরিং করে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এন.এম.আবদুল্লাহ আল মামুন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: আবু তাহের, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী চেম্বারের পরিচালক আবুল কাশেম, ফেনী পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর কৃষ্ণপদ সাহা সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!