স্টাফ রিপোর্টার : বিয়ের পিঁড়িতে বসেছেন দৈনিক ফেনীর সময় এর প্রধান প্রতিবেদক ও দৈনিক ঢাকা টাইমস ফেনী প্রতিনিধি আরিফ আজম। বৃহস্পতিবার দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের চাঁনপুরে আকদ সম্পন্ন হয়। শুক্রবার শহরতলীর বিসিক শিল্প নগরী সংলগ্ন বাখরাবাদ গ্যাস অফিস সম্মুখস্ত পাটোয়ারি বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠিত হয়। বৌ-ভাতে অংশ নেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঞা, ফেনী সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক উৎপল কান্তি বৈদ্য, বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ফেনী মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাশেদ খান চৌধুরি, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী পৌর সভাপতি আলাল উদ্দিন আলাল, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, জেলা যুবলীগ সাধারন সম্পাদক সুশেন চন্দ্র শীল, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফেনী ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ, আল-জামেয়াতুল ফালাহিয়া মাদরাসার ফকিহ মাওলানা আবদুল হান্নান, দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারন সম্পাদক জাহিদ হোসেন বাবলু, স্টার লাইন গ্রুপের পরিচালক (বিপনন) মো. মাঈন উদ্দিন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম ঊল্লাহ চৌধুরী বরাত ও দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক করিম উল্লাহ আজাদ ও ফেনী পৌর সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলু, সদর উপজেলা সভাপতি মো. ফখরুল ইসলাম,ফেনী পৌর সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্বাস পাটোয়ারি সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।