ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনী রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ নির্বাচিত

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ ২০’র নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর ফেনী প্রতিনিধি,দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও ফেনীর কথা ডটকমের সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার রাতে মনোনয়নপত্র বাছাই শেষে এ পদে অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এসময় সভাপতি পদে সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক জাফর সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের ফেনী সংবাদদাতা ওমর ফারুক’কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন কমিশন।১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে সহ-সভাপতি পদে এনামুল হক পাটোয়ারী ও ইসমাইল হোসেন সিরাজী,সাধারণ সম্পাদক পদে যতন মজুমদার ও দিদারুল আলম, নির্বাহী সদস্য পদে ওছমান হারুন মাহমুদ দুলাল, শাহজালাল রতন,শাহাদাত হোসেন,শুকদেব নাথ তপন,হাবিবুর রহমান,আরিফুল আমিন রিজভী,জহিরুল হক মিলু,আলী হায়দার মানিক ও নুর উল্লাহ কায়সারের মধ্যে ভোটাভুটি হবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফেনী জজ আদালতের এডভোকেট এম শাহজাহান সাজু।অন্য নির্বাচন কমিশনাররা হলেন—শিক্ষাবিদ গণেশ চন্দ্র ভৌমিক ও তৌহিদুল ইসলাম তুহিন।

এর আগে মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনী রিপোর্টার্স ইউনিটির দফতর ও সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)সহ সরকারি-বেসরকারি নানা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মিডিয়ার মধ্যে দৈনিক আজকালের খবরের ফেনী প্রতিনিধি,দৈনিক স্টার লাইনের শহর প্রতিনিধি,সাপ্তাহিক নির্ভীকের বার্তা সম্পাদক ও নতুন ফেনী ডটকমের স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন।এদিকে সাংবাদিক সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।

এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও মাস্টার্স এবং কুমিল্লা বঙ্গবন্ধু ‘ল’ কলেজ থেকেই এলএলবি পাশ করে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন মাঈন উদ্দিন পাটোয়ারী।তিনি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হকের ছেলে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!