ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী পরিষদ ২০’র নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর ফেনী প্রতিনিধি,দৈনিক স্টার লাইনের স্টাফ রিপোর্টার ও ফেনীর কথা ডটকমের সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার রাতে মনোনয়নপত্র বাছাই শেষে এ পদে অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
এসময় সভাপতি পদে সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক জাফর সেলিম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের ফেনী সংবাদদাতা ওমর ফারুক’কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন কমিশন।১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে সহ-সভাপতি পদে এনামুল হক পাটোয়ারী ও ইসমাইল হোসেন সিরাজী,সাধারণ সম্পাদক পদে যতন মজুমদার ও দিদারুল আলম, নির্বাহী সদস্য পদে ওছমান হারুন মাহমুদ দুলাল, শাহজালাল রতন,শাহাদাত হোসেন,শুকদেব নাথ তপন,হাবিবুর রহমান,আরিফুল আমিন রিজভী,জহিরুল হক মিলু,আলী হায়দার মানিক ও নুর উল্লাহ কায়সারের মধ্যে ভোটাভুটি হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফেনী জজ আদালতের এডভোকেট এম শাহজাহান সাজু।অন্য নির্বাচন কমিশনাররা হলেন—শিক্ষাবিদ গণেশ চন্দ্র ভৌমিক ও তৌহিদুল ইসলাম তুহিন।
এর আগে মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনী রিপোর্টার্স ইউনিটির দফতর ও সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক পদে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)সহ সরকারি-বেসরকারি নানা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মিডিয়ার মধ্যে দৈনিক আজকালের খবরের ফেনী প্রতিনিধি,দৈনিক স্টার লাইনের শহর প্রতিনিধি,সাপ্তাহিক নির্ভীকের বার্তা সম্পাদক ও নতুন ফেনী ডটকমের স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন।এদিকে সাংবাদিক সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।
এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স ও মাস্টার্স এবং কুমিল্লা বঙ্গবন্ধু ‘ল’ কলেজ থেকেই এলএলবি পাশ করে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছেন মাঈন উদ্দিন পাটোয়ারী।তিনি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হকের ছেলে।