ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৪
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে নির্যাতনে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগে শিক্ষক আটক

সদর প্রতিনিধিঃ ফেনীতে শিক্ষকের নির্যাতনে জহিরুল ইসলাম শাকিব (১৫) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী শহরতলির লালপোল এলাকায় হালিমা সাদিয়া মাদ্রাসা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক মাওলানা করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।নিহত মাদ্রাসাছাত্র জহির ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকার আবদুল খালেক ভবনের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে।

 নিহতের মামা মিজানুর রহমান ও শামসুল আলম অভিযোগ করেন, ১০ দিন আগে তাদের ছেলে সুস্থ অবস্থায় মাদ্রাসায় যায়। সে প্রায় সময় অভিযোগ করতো শিক্ষকরা তাকে নির্যাতন করে এবং ঠিকমতো খাবার দেয় না।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক সাহাব উল্লাহ রিটু জানান, শিশুটির গলায় ও কোমরে আঘাতের চিহ্ন আছে।

এদিকে পুলিশের কাছে আটক মাদ্রাসা শিক্ষক মাওলানা করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রটি জানালার সঙ্গে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল করেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!