ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিজভীর মা’য়ের দাফন

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস’র ফেনী প্রতিনিধি আরিফুল আমিন রিজভীর মা এবং শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁঞার স্ত্রী আমেনা বেগম (৬০) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহরের মিজান রোডের ফজল মাস্টার লেনের ভূঁঞা মঞ্জিলে তিনি মৃত্যুবরণ করেন।ওইদিন বেলা সাড়ে ১১টায় বারাহিপুর ভূঁঞা বাড়ির দরজার সামনে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এসময় জানাযাপূর্ব বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, মরহুমার স্বামী রুহুল আমিন ভূঁঞা, মরহুমার বড় ভাই মনোয়ার হোসাইন চৌধুরী। এছাড়া জানাযায় জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ ফেনী বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাংবাদিক, আত্মীয়স্বজন সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!