ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে শহরের মাস্টার পাড়াস্থ এমপির বৈঠকখানায় সাক্ষাতকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ফেনী রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির সভাপতি ও এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি জাফর সেলিম, সাধারণ সম্পাদক ও যুগান্তর স্টাফ রিপোর্টার যতন মজুমদার, সহ-সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কার্যনির্বাহী সদস্য ও ইত্তেফাক প্রতিনিধি হাবিবুর রহমান খান, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, কার্যনির্বাহী সদস্য ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, অতীতের ন্যায় সাংবাদিকদের সুখে-দু:খে পাশে থাকার পাশাপাশি সকল ধরনের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন তিনি