ফেনী সদর উপজেলার লেমুয়া ও ফরহাদনগর ইউনিয়নে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ অভিযানে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, বালু উত্তোলনের খবরে সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ লেমুয়া ব্রীজ সংলগ্ন বালুঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ৬টি ড্রেজার মেশিন ও একটি পানি নিষ্কাশন মেশিন এবং প্রায় ১৫শ ফুট পাইপ লাইন ধ্বংস করা হয়। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারিরা পালিয়ে যায়।এসময় লেমুয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রৌশন আরা বেগম, বেঞ্চ সহকারি প্রদীপ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, অপরাধ নির্মুল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।