ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মেয়র ও দৈনিক স্টারলাইন পরিবারসহ বিভিন্ন সংগঠনের শোক

সাংবাদিক নুর উল্যাহ কায়সারের পিতার দাফন সম্পন্ন

দৈনিক বনিক বার্তার ফেনী প্রতিনিধি ও স্টার লাইনের বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সারের পিতা মাওলানা হাফেজ আহম্মদ (৮০) আর নেই। সোমবার রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ মরুয়ারচর বক্সআলী মিয়াজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

সমাজ কমিটির সভাপতি শেখ সেলিম মোহরারেরর সভাপতিত্বে জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মাদ শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, দক্ষিন মধুয়াই তাহফিজুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম, মরহুমের ভাগিনা মাওলানা আবুল কাশেম, বড় ছেলে মাওলানা নুরুল আফসার, ছোট ছেলে নুর উল্যাহ কায়সার প্রমুখ। শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মাওলানা হাফেজ আহম্মদ এর দাফন সম্পন্ন হয়। এ সময় এনটিভি ফেনী প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল, সমকাল স্টাফ রিপোর্টার শাহ জালাল রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভী, সহ-সভাপতি এনামুল হক পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক দিদারুল আলম, কোষাধ্যক্ষ ওমর ফারুক, দফতর সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী, নির্বাহী পরিষদ সদস্য জাফর সেলিম, সদস্য আলী হায়দার মানিক, এমএ জাফর, জহিরুল হক মিলন, ফেনী প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক এনএন জিবন, যমুনা টিভি ফেনী প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহ জালাল ভূঞা, দৈনিক ফেনীর সময় চীফ রিপোর্টার আরিফ আজম, দৈনিক স্টার লাইন’র ডেস্ক ইনচার্জ এমএআমিন ফয়সালসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে মাওলানা হাফেজ আহম্মদের মৃত্যুতে ফেনী পৌরসভার মেয়র, দৈনিক স্টার লাইন পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক বার্তায় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, দৈনিক স্টার লাইনের সম্পাদক মন্ডলীর সভাপতি জাফর উদ্দিন, সম্পাদক জামাল উদ্দিন ও নির্বাহী সম্পাদক মো: মাঈন উদ্দিন, ফেনী প্রেসক্লাব একাংশের সভাপতি আসাদুজ্জামান দারা ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেল, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!