ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিকের নামে মামলার ঘটনায় ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার নিন্দা

ফেনীর চারজন সাংবাদিককে প্রতিহিংসামূলকভাবে বেশ ক’টি মামলায় ফাঁসিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা (এফএসএফডি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূইয়া এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

নেতারা বলেন, আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জেনেছি, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে সক্রিয় ভূমিকা রাখায় ফেনী থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের রোষাণলে পড়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

গত ১২ মে সন্ধ্যায় জাহাঙ্গীর আলম সরকারের বদলি আদেশ আসার পর তিনি রাতে জরুরিভিত্তিতে ওসিদের ডেকে চাপ প্রয়োগ করে সাংবাদিকদের বিরুদ্ধে কয়েকটি চার্জশিট তৈরি করান। এমনকী সমঝোতা হওয়া মামলায়ও চার্জশিট দিতে বলেন। জমা দেওয়া চার্জশিটে সাংবাদিকদের মধ্যে দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি ও অনলাইন পোর্টাল ফেনী রিপোর্ট সম্পাদক এস এম ইউসুফ আলী, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ও সাপ্তাহিক হকার্সের বার্তা সম্পাদক সোলায়মান হাজারী ডালিম এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি ও দৈনিক স্টারলাইনের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন পাটোয়ারির নাম রয়েছে।

সূত্র জানায়, মামলার এজাহারে এদের কারোর নাম না থাকলেও চার্জশিটে তাদের অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখিতদের নামে ফেনীর কোনো থানায় ইতোপূর্বে সাধারণ ডায়েরিও ছিল না।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!