সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশকে দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে তিনি ফেনী মডেল থানার ওসি (তদন্ত) পদে ছিলেন।এছাড়া পুলিশের চৌকস এই কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি (অপারেশন্স) পদেও দায়িত্ব পালন করছেন।দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।



