মোবাইল ফোনে হুমকির অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে সাংবাদিক ইমাম হাসান। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দারুস্সালাম থানায় তিনি এ ডায়েরী করেন। ডায়েরী নং-৩১৮।
ডায়েরীতে উল্লেখ করা হয়, বেসরকারী টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর’র স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিক ইমাম হাসান কর্মরত রয়েছে। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি গত ৬ বছর ধরে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সংবাদ কাভার করে আসছে। ৩০ আগস্ট দুপুর আড়াইটা থেকে ৩টার দিকে রাজধানীর বাসায় অবস্থান করা কালীন অজ্ঞাত পরিচয়ে ০১৯৩৮-৫৯১৬৬৯ এই নাম্বার থেকে সাংবাদিক হাসানের ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৮১৫-৫৭৬১৯৬) একটি কল আসে। উক্ত ফোন হতে তাকে সরকারের দালাল আখ্যায়িত করে হুমকি প্রদান করে এবং ভবিষ্যতে কাজ করলে হাসানকে দেখে নিবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে দারুস্সালাম থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক ইমাম হাসান।



