ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূব’র ক্লাব সম্মেলন অনুষ্ঠিত: জেনী সভাপতি, সালাউদ্দিন সেক্রেটারী নির্বাচিত

 

শহর প্রতিনিধি: আন্তর্জাতিক যুব সেবা সংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্বের ৩য় ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৮-২০১৯ইং সালের ক্লাবটির সভাপতি নির্বাচিত হন মৌতারিন আলম জেনী, সেক্রেটারী নির্বাচিত হন আবদুল্লাহ সালাউদ্দিন। সোমবার সন্ধ্যায় শহরস্থ মিল্লাত সুপার মার্কেট কনফারেন্স হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট শফিউল আলম অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট হানিফ মজুমদার মিন্টু, রোটার‌্যাক্ট কমিটি চেয়ারম্যান সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট ইলেক্ট মিয়া মোহাম্মদ করিমুল হক, প্রেসিডেন্ট নমিনি এড. রাশেদ মাজহার, সেক্রেটারী জহির উদ্দিন আকবর শিপন, চার্টার সেক্রেটারী মহিম উদ্দিন পৃথিবী, রোটা. বলরাম দেব নাথ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ এর ডিস্ট্রিক্ট ট্রেইনার সি.পি আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট মু. জিয়া উদ্দিন, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজের প্রেসিডেন্ট নাজমুদ্দিন জিকু, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদ পাটোয়ারী, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব এর সেক্রেটারী ফরহাদ উদ্দিন ভূঁইয়া পাশা ও ক্লাবের অন্যান্য সদস্যসহ ফেনী জোনের বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ।সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জোনাল প্রতিনিধি মাখজাম হায়দার মিরাজ।

প্রসঙ্গত, ক্লাবটি রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর পরপর তিন বার প্রেসিডেন্সিয়াল সাইটেশন লাভ করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo