ফেনীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে রোববার সকালে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাটিয়াল প্রকাশনার আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এসময় সাংবাদিক আরিফুল আমীন রিজভী সম্পাদিত মা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন
জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।ইয়ূথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ ও ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার, জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথী ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন।
বাংলা সাহিত্যে মায়ের কথা নিয়ে আলোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বাংলা বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাকে দেখার দায়িত্ব সন্তানের। পিতা-মাতার ভরণপোষণ সন্তানের অবশ্য কর্তব্য। তিনি আরও বলেন, আধুনিক মোবাইল ফোন প্রযুক্তিনির্ভর মায়েদের সন্তানের প্রতি আরও দায়িত্ববান হওয়া প্রয়োজন।
সরকারি জিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ বলেন, মা সমাবেশে মায়েদের সাথে সন্তানরা থাকলে তারাও আলোচকদের কথা থেকে শিখতে পারবে। মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য বিষয়ে সন্তানদের সজাগ করতে হবে।
জেলা কালচারাল অফিসার বলেন, মায়ের প্রতি সন্তানের করণীয় বিষয়ে প্রতিটি সন্তানকে সজাগ থাকতে হবে।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বলেন, আমার মায়ের দোয়াতে স্টার লাইন গ্রুপ এ পর্যায়ে এসেছে। মা আমাদের চেহারা দেখে বুঝে নেন আমরা কতটা ভালো বা খারাপ আছি।
সভাপতির বক্তব্যে তানভীর আলাদিন বলেন, আর কোন বৃদ্ধাশ্রম আমাদের দরকার নেই। সকল মা তাঁর সন্তানের আদর যত্নের জায়গা হোক।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষিকা ও অভিভাবকসহ শতাধিক মা অংশগ্রহণ করেন।