ফেনী
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং, সকাল ১০:০৬
, ১৭ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

মাষ্টার পাড়ায় বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালালো ছেলে

ফেনী শহরের মাষ্টারপাড়ায় বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে এক ছেলে। ওই বৃদ্ধার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি দূর্গামন্দিরের পাশে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ছোট ছেলে মনিষ সাহা ও নাতি জয় সাহা বৃদ্ধা স্বদেশী সাহাকে মাষ্টারপাড়া মুন্সি বাড়ি সড়কের ইলু কিন্ডারগার্টেনের সামনে রেখে পালিয়ে যায়। তার স্বামী প্রফুল্ল সাহা মারা যাওয়ার পর থেকে গ্রামের বাড়িতেই ছিল তার বসবাস। চার ছেলে দ্বিমান সাহা, বিপুল সাহা, বাবুল সাহা ও মনিষ সাহার মধ্যে কেউ ভারতে, কেউ ঢাকায়, আরেকজন গ্রামের বাড়িতে রয়েছেন। আরেকজন শহরের ইলু কিন্ডার গার্টেন সংলগ্ন বাসায় বাস করেন। তাদের কেউ মায়ের ভরন-পোষনের দায়িত্ব নিতে রাজি নয়। ছোট সন্তানের কাছে বেশ কিছুদিন থাকার পর নির্যাতন করলে একপর্যায়ে তিনি কিছুদিন বাড়ি থেকে বের হয়ে অন্যত্র ছিলেন। গতকাল রাস্তায় পড়ে থাকতে উৎসুক লোকজন ভীড় জমান। একপর্যায়ে কয়েকজন পথচারী তার পরিচয় ও ছেলের ঠিকানা নিয়ে বাসায় পৌছে দেন।
জয়নাল হাজারী কলেজের প্রভাষক গণেশ চন্দ্র জানান, রাস্তায় পড়ে থাকতে ওই বৃদ্ধার কাছ থেকে ছেলের ঠিকানা নিয়ে তিনি সহ কয়েকজন বাসায় পৌছে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo