ফেনী
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং, সকাল ৮:০১
, ১৭ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

আমি মধ্যবিত্ত

আমি মধ্যবিত্ত ভাই

আমার বাসায় কোন খাবার নাই
থাকি কিন্তু গরীব মানুষদের থেকে
সুন্দর একটা ঘরে

তাই বলে কি খাবার সব সময় থাকে আমার ঘরে?
আমি মধ্যবিত্ত ভাই
আমার চক্ষু লজ্জা আর নাই
যত পারেন ছবি তুলে নেন
আমার কোন লজ্জা নাই

মা -বাবা -ভাই -বোন না খেয়ে আছে
লজ্জা দিয়ে কি হবে আর ভাই!
সবাই আছে না খেয়ে ভাই
খাবার আমি কই পাই?

দুই বেলা যেন খেয়ে বাঁচতে পারি
সে পরিমান খাবার দিলে হবে ভাই
আমি খাবার নিবো ভেবে মা বোন বসে আছে
রান্না ঘরে ভাই!

একটু তাড়াতাড়ি করে ছবি তুলে নেন ভাই
খাবার দেন আমি মায়ের কাছে ছুটে যাই
না হলে ক্ষুধায় মরতে হবে
লজ্জা দিয়ে কি জীবন বাঁচা যায়
আমি শুধু দু মুঠো ভাত চাই!

ট্যাগ :

আরও পড়ুন


Logo