ফেনী
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং, সকাল ৮:৪৭
, ১৭ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

দ্বিতীয় দফায় স্টারলাইন গ্রুপের শিশু খাদ্যসামগ্রী বিতরণ শুরু 

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে ফেনীর মানুষের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপ।এরই ধারাবাহিকতায় গ্রুপের পক্ষ থেকে দ্বিতীয় দফায় শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।বুধবার সকালে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের নিকট ৮শ শিশু খাদ্য সামগ্রী ও নগদ তিন লক্ষ টাকা হস্তারন্তরের মাধ্যমে দ্বিতীয় দফায় বিতরণ শুরু হয়।এসময় স্টার গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন ও পরিচালক জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রথম দফায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নিকট ১ হাজার শিশু খাদ্য হস্তান্তরের মাধ্যমে শিশু খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে দুধ পাউডার ১ প্যাকেট, টুইন ওয়ান বিস্কুট ১২ প্যাকেট, কুল আপ পাউডার ২ প্যাকেট, মুডি ১ প্যাকেট, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, ভারমিচিলি সেমাই ১ প্যাকেট, সুজি ১ প্যাকেট ও টেস্টি স্যালাইন ১০ পিস।এদিকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে শিশু খাদ্য প্রদান করার পাশাপাশি অসহায় মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরন করে আসছে স্টারলাইন গ্রুপ।

এছাড়া প্রশাসন,জনপ্রতিনিধি,সাংবাদিক,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে গ্রুপের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo