ফেনী
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ ইং, সকাল ১০:১৭
, ১৭ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

রোহিতের সঙ্গে ইমাম-উলের তুলনা

পাকিস্তানের টি-২০ অধিনায়ক বাবর আযমকে তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গে। পাকিস্তানের ব্যাটিংয়ের ভবিষ্যত ধরা হয় তাকে। বাবর অবশ্য কোহলির সঙ্গে তুলনার চেয়ে স্বদেশি সাবেকদের সঙ্গে তুলনা বেশি পছন্দ করেন।এবার ভারতের সাবেক উইকেটরক্ষক দ্বীপ দাশগুপ্ত পাকিস্তান ওপেনার ইমাম উল হককে তুলনা করলেন রোহিত শর্মার সঙ্গে। দ্বীপ দাসগুপ্তের মতে, ইমাম-উলের পাওয়ার প্লেতে ইনিংস গড়ার ধরণ রোহিত শর্মার মতো।

রোহিত যেমন দেখে-শুনে কিছুটা কম স্ট্রাইক রেটে পাওয়ার প্লে পার করেন। তেমনি শুরুতে বুঝে-শুনে খেলেন ইমাম-উল হক। পরে আবার বাড়াতে পারেন নিজের স্ট্রাইক রেট।

ইএসপিএনের এক সাক্ষাৎকার নেওয়ার সময় দ্বীপ পাকিস্তান ওপেনারের উদ্দেশ্যে বলেন, ‘তোমার ব্যাটিং রোহিত শর্মার মতো। মিডল অর্ডারের তুলনায় অবশ্য তোমার পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট একটু কম। তবে তুমি লম্বা ইনিংস খেলো। একজন ওপেনার ৩৭ ম্যাচের মধ্যে পাঁচটিতে নকআউট থাকার মানে সে লম্বা ইনিংস খেলতে জানে।’

জবাবে ইমাম উল বলেন, তার ওয়ানডে ওপেনিং সঙ্গী ফখর জামান পুরোপুরি ভিন্ন রকমের ক্রিকেট খেলেন। তিনি মেরে খেলেন বেশি। সেজন্য ইমাম এবং বাবর আযম অন্তত ৪০ ওভার ব্যাটিং করার মানসিকতা নিয়ে নামেন। তাদের কৌশল অনুযায়ী, ফখরের ঝড়ো শুরুর পরে ইমাম কিংবা বাবর শেষ পর্যন্ত খেলতে পারলে দল এমনি ৩০০’র বেশি রান পাবে। শেষ দুই বছর তারা এই কৌশলেই ব্যাটিং করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo