চোটের কারণে আগামী কিছুদিন মাঠে ফুটবলীয় ঝলক দেখাতে পারবেন না নেইমার। সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ দুটিতে এই ব্রাজিলিয়ান তারকাকে দেখা যাবে না, এটা প্রায় নিশ্চিত। মেসি-গ্রিজমানদের বিপক্ষে তাই এমবাপ্পে আর ইকার্দিকে নিয়েই নামবেন পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। তাই বলে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া থেকে বর্তমান সময়ের ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকাকে আটকানোর সাধ্য কার!
শোনা গেছে, নতুন এক মডেলের প্রেমে মজেছেন নেইমার। ভালোবাসা জানাতে ক্রমাগত সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মডেলের প্রতিটি ছবিতে ‘লাইক’, ‘লাভ’ দিয়েই যাচ্ছেন।