ফেনী
বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৮
, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দাগনভুইয়ায় মকবুল আহমদের জানাজায় মানুষের ঢল

জামায়াতের সাবেক আমীর মকবুল আহমদের জানাজায় মানুষের ঢল নেমেছে।মঙ্গরবার রাত ১১ টায় ফেনীর দাগনভুইয়া পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের নিজ বাড়ী সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, নির্বাহী পরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আব্দুর রব,নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্রগ্রাম মহানগর নায়েবে আমীর আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর নায়েবে আমীর শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ডঃ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক ও জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন, সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঞা,সিন্দুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান এড. এম শাহাজাহান সাজুসহ আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাজায় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল, জায়লস্কর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo